এইমাত্র
  • মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার
  • যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত
  • ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
  • রাজধানীতে ভূমিকম্প অনুভূত
  • এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
  • ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
  • যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ
  • ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত
  • পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি
  • আজ শুক্রবার, ২৮ চৈত্র, ১৪৩১ | ১১ এপ্রিল, ২০২৫

    বিএনপি ক্ষমতা

    ‘বিএনপি ক্ষমতায় আমিই আদালত’ বললেন যুবদল নেতা, অডিও ফাঁস

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহামেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার মদদে কোটি টাকার অবৈধ বাণিজ্য চলছে। সম্প্রতি তাঁর একটি অডিও ফাঁস হয়েছে। 

    ফাঁস হওয়া অডিও কলে শোনা যায়, আবু কাউছার চাঁদার জন্য সোহান নামে এক এনজিও কর্মীকে অশালীন ভাষায় গালাগালি করছেন। সেখানে তিনি আরও বলেন, “আমি নিজেই আদালত। ১৫ বছর আওয়ামী লীগ সরকার ছিল, তাই কিছু বলিনি। এখন বিএনপি ক্ষমতায়, আমি যা বলবো তাই হবে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো ১৫ হাজার টাকা মাসিক ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া বাজারের প্রতিটি দোকান থেকেই চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আবু কাউছারের বিরুদ্ধে।

    এই বিষয়ে যুবদল নেতা আবু কাউছার আহামেদ বলেন,“আমার ভাই দোকানগুলো লিজ নিয়েছে। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

    এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “দখলের বিষয়ে অভিযোগ পেয়ে সম্প্রতি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু আবারও অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি জেলা পরিষদের যাত্রী ছাউনির মধ্যেও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    Loading…